Editorial - jonakiict school

Latest News


     ছবি:মোঃ রেজাউল করিম
প্রিয় পাঠকজোনাকি আইসিটি স্কুল  বিচরণ করার জন্য আপনাকে একগুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাই। বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে- মানুষ সামাজিক সাইটগুলো দেখার ক্ষেত্রে নেশায় আসক্ত হওয়ার মত প্রায় সাধারণ শিক্ষার্থী,স্কুল,কলেজ,মাদরাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগতে আরও বেশি অগ্রসর বলে প্রতীয়মান।তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা বাড়িতে বই পুস্তক অধ্যয়নের চেয়ে অধিক সময় ব্যায় করে চলেছে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সাইটগুলোতে।এসব পারিপার্শ্বিক বিষয়গুলো মাথায় রেখে তৈরি করা হয়েছেজোনাকি আইসিটি স্কুল। সাধারণ শিক্ষার্থী,স্কুল,কলেজ,মাদরাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক সাইটগুলোতে বিচরণ করতে গিয়ে অশ্লীল,অসামাজিক অনৈতিক কাজে সংশ্লিষ্ট হয়ে পড়ে।জোনাকি আইসিটি স্কুলএকটি শিক্ষামূলক সাইট।জোনাকি আইসিটি স্কুল বিচরণ করে যদি কোন শিক্ষার্থী সামান্যতম জ্ঞান লাভ করতে পারে তবেই আমারজোনাকি আইসিটি স্কুলতৈরীর লক্ষ্য উদ্দেশ্য সফল হবে।
এখানে নবীন প্রবীণদের জন্য সমান সুযোগ রয়েছে। প্রবীণদের দান এবং নবীনদের প্রাপ্তির সমন্বয়ে শিক্ষা কাঠামো সুদৃঢ় হোক আমাদের প্রত্যয়। বিশেষকরে নবীন লেখকদের লেখা চর্চার জন্য উৎসাহিত করা হয়।প্রবীণ লেখক শিক্ষার্থী বন্ধুদের সাইটে -মেইল করে লেখা পাঠাতে আমন্ত্রণ জানাচ্ছি।সাধারণ পাঠক শিক্ষামূলক যে কোনো লেখা আপনিও পাঠাতে পারেন। লেখা পাঠান,জাতি তথা দেশ গঠনে অংশ নিন।
বাংলাদেশের প্রতিটি মানুষ সুশিক্ষিত হয়ে সুশীল সমাজ গড়ে তুলবে আমাদের প্রত্যাশা।


সম্পাদক
মোঃ রেজাউল করিম


jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates