প্রস্তুতিই ভালো ফলাফলের প্রধান শর্ত - jonakiict school

Latest News

প্রস্তুতিই ভালো ফলাফলের প্রধান শর্ত

ছাত্রজীবনে এইচ এস সি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পরীক্ষার প্রাপ্ত গ্রেড-এর উপর ভিত্তি করে ভবিষ্যতে উচ্চ শিক্ষার ক্ষেত্র নির্ধারিত হয়। মনে রাখবে ছোট-খাটো ভুল-ত্রুটি সংশোধন করা, প্রশ্নের নম্বর ঠিকমত লেখা হয়েছে কি না, কোনো উত্তর লেখা বাদ পড়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখার জন্য রিভিশন দেওয়া খুবই প্রয়োজন। এজন্য অন্তত ০৫ মিনিট আগে উত্তর লেখা শেষ করে রিভিশন দিতে হবে। কোনো কারণে কোনো বিষয়ের পরীক্ষা খারাপ হলে নিরাশ হওয়ার কারণ নেই। তবে পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দেয়ার জন্য প্রস্তুতি নেবে এবং মনোযোগ সহকারে পরীক্ষা দিবে।

পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পরীক্ষার্থীদের প্রতি আমার সর্বশেষ পরামর্শ হলো-সময় নষ্ট না করে প্রতিটি বিষয়ের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে। সম্ভব হলে প্রস্তুতি যাচাইয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বা বাসায় অনুশীলনমূলক পরীক্ষা দেয়ার ব্যবস্থা করবে। মনে রাখবে ভালো প্রস্তুতিই ভালো ফলাফলের প্রধান শর্ত। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন কর-মহান আল্লাহর নিকট এটাই আমাদের প্রার্থনা।
লেখক: ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী,অধ্যক্ষ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates