কবিতা: আজ আমার মা নেই বলে - jonakiict school

Latest News

কবিতা: আজ আমার মা নেই বলে



গেয়ে উঠি আমি ব্যাথারি গান
আজ আমার মা নেই বলে
কত অশ্রু যে বহে দু’নয়নে
সকালে উঠতে যদি হয় দেরি
সৎ মায়ের কটু কথা শুরু হয় তখনি
পড়তে গিয়ে যদি করা না হয় কোনো কাজ
নিরবে শুনতে সৎমা-বাবার ঝাঁজ
বাবাকে যখনি বলি কোনো দরকারি জিনিসের কথা
বাবা বলে আমার হাতে নাই টাকা
আমার কাজে যদি হয় একটু খানি ভুল 
বেঁধে যায় বাসায় তুলকালাম কান্ড তুমুল
মা যখন ছিল আমার সবাই আদর করতো কত
এখন আমি হয়ে আছি ঘুণার পাত্র
আজ আমার মা নেই বলে
দু’চোখে আষাঢ়ের বর্ষা নামে
কাঁদতে কাঁদতে বলি আমি হায়!
আজ থাকত যদি আমার মা এই ধরায় 
সহ্য করতে হতোনা এতো গ্লানি আমায়।


লেখক- তাজরিন আক্তার
নবম শ্রেণি



jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates