পরীক্ষা কক্ষে শিক্ষকের সাথে আচরণ - jonakiict school

Latest News

পরীক্ষা কক্ষে শিক্ষকের সাথে আচরণ

রুটিনমাফিক পরীক্ষা চলাকালীন দায়িত্বরত কোনো শিক্ষকের কথা বা বারংবার নজরদারি করা তোমার হয়তো ভালো লাগছে না। মনে রাখবে তোমাকে সাহায্য করার উদ্দেশ্যেই তিনি এই কক্ষে রয়েছেন। তাই পরীক্ষা চলাকালীন অবস্থায় কোনোভাবেই পরীক্ষকদের সঙ্গে কোনো বাজে আচরণ বা এমন কোনো ভঙ্গি করো না যাতে করে তোমার প্রতি তাদের বিরূপ মনোভাব তৈরি হয়।
পরীক্ষার হলে কোনো সমস্যা অনুভব করলে বা কোনো প্রশ্ন পত্র বুঝতে জটিলতায় পড়লে সঙ্গে সঙ্গে পরীক্ষককে দাঁড়িয়ে বিনীতভাবে প্রশ্ন করো। পরীক্ষক অবশ্যই তোমাকে সহায়তা দেবেন।
উৎস:প্রথম আলো

jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates