ব্যাকরণের প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে পারলে পূর্ণ ৩০ নম্বর পাওয়া সম্ভব - jonakiict school

Latest News

ব্যাকরণের প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে পারলে পূর্ণ ৩০ নম্বর পাওয়া সম্ভব

সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয়পত্রে সবার আগে ৩০ নম্বরের ব্যাকরণের কথা আসে। এখানে কিছু ছোট ছোট বিষয় আছে (যেমন: বিপরীত শব্দ, প্রতিশব্দ, প্রকৃতি-প্রত্যয়); এগুলোর উত্তর করা ভালো। তাতে কিছু সময়ের সাশ্রয় হয়, এ সাশ্রয়ী সময় তুমি রচনা বা ভাব-সম্প্রসারণে ব্যবহার করতে পারো। তবে এখানে যে কিছু সাবজেকটিভ আইটেম আছে (যেমন:অর্থানুসারে শব্দের শ্রেণিবিভাগ লেখ); সেগুলোতে পুরো নম্বর পাওয়া যাবে, তবে অবশ্যই তোমাকে সঠিক উত্তর লিখতে হবে।

ভাব-সম্প্রসারণ লেখার সময় বিশেষভাবে খেয়াল রাখবে; এখানে কোনো উদ্ধৃতি বা কবিতার লাইন ব্যবহার করবে না। তিনটা প্যারায় লেখা শেষ করবে। প্যারায় কোনো শিরোনাম ব্যবহার করবে না। ভাষণ/প্রতিবেদন যেটা তোমার ইচ্ছা লিখতে পারো। ভাষণ লিখলে কম নম্বর আসে বা প্রতিবেদন লিখলে বেশি নম্বর আসে এমন কথার ভিত্তি নেই। তবে যেটা দেখেছি প্রতিবেদনের বিভিন্ন নিয়ম প্রচলিত থাকায় ছাত্র/ছাত্রীরা বিভ্রান্তিতে থাকে কীভাবে লিখবে সেটা নিয়ে। তবে আমার পরামর্শ, যারা এ বিভ্রান্তির মধ্যে আছ তাদের ভাষণ লেখাই ভালো, কারণ এখানে কোনো একাধিক নিয়ম নেই।
চিঠিপত্র লেখার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, মানপত্র বা সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লিখে বেশি সময় নষ্ট না করে দরখাস্ত বা নিমন্ত্রণপত্র বা ব্যক্তিগতপত্র(এখানে অবশ্য বেশি কথা আসতে পারে তবে সেটা সংক্ষেপেও বলা যায়) লেখা ভালো। তাতে কম সময়ে লিখে কিছু সময় বাঁচানো যেতে পারে, যে সময়টুকু তুমি অন্য কোনো প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারো। তবে যেটাই লেখো না কেন সঠিক উত্তর দিলে নম্বরের কোনো হেরফের হবে না।
সবশেষে প্রবন্ধ রচনার কথা বলি। এটা একটা বড় আইটেম। এটা সবার শেষে লেখা ভালো। এর জন্য তোমাকে কমপক্ষে ৫০/৫৫ মিনিট সময় হাতে রাখতে হবে। যেহেতু এখানে নম্বর ২০, তাই তুমি এক পৃষ্ঠায় যদি ১৩/১৪ লাইন করে লেখ তাহলে ১৫ পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো। বলা যায়, ‘আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা।’ কবিতার লাইন, বাংলা বা ইংরেজি উদ্ধৃতি বা অন্য কিছু যা তোমার ইচ্ছা অর্থাত্ যত সুন্দর করা যায় ভালো। তবে সময়ের দিকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে।
নাটক সম্বন্ধে যেটা পরামর্শ, দীর্ঘ প্রশ্নের উত্তরটা অত্যন্ত সতর্কতার সাথে লিখবে, এখানে নাটকের কিছু ডায়লগ উল্লেখ করতে পারো, তাতে উত্তরের মান ভালো হবে। ছোট প্রশ্ন এবং ব্যাখ্যার উত্তর লেখার ক্ষেত্রে অঙ্ক বা দৃশ্য উল্লেখ করতে হবে। তবে অঙ্ক বা দৃশ্য যদি সঠিক উল্লেখ করতে না পারো তাহলে লেখার দরকার নেই। কারণ ভুল লেখার চেয়ে না লেখাই ভালো।
সবশেষে হাতের লেখা সম্বন্ধে একটু বলি। বাংলা বিষয়ে বেশি নম্বর পেতে সুন্দর হাতের লেখা যত বেশি সহায়ক হবে, অন্য আর কোনো বিষয়ের ক্ষেত্রে তা হবে না। তাই সুন্দর হাতের লেখার প্রতি মনোযোগি হবে। অবশ্য ভয়ের কিছু নেই। লেখা খুব সুন্দর না হলেও বর্ণ/অক্ষরগুলো স্পষ্ট করে লিখলে চলবে।
বাংলা দ্বিতীয়পত্র ৬-৪-২০১৪ রবিবার
মো. সুজাউদ দৌলা সিনিয়র প্রভাষক(বাংলা) রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
উৎস:প্রথম আলো

jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates