ইসলামিক বাণী - jonakiict school

Latest News

ইসলামিক বাণী

  • তোমরা ভীত হইও না, তোমরা চিন্তিত হইও না। তোমরা অবশ্যই জয়ী হইবে,যদি তোমার আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখিতে পার। – আল কুরআন
  • স্ত্রীর অবাধ্যতা দেখলে তাকে সদুপদেশ দাও,তার শয্যা বর্জন কর এবং তাকে প্রহার কর।
  • পুরুষ নারীর কর্তা,কারণ আল্লাহ তাদের এককে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।
  • বিদ্যালাভ করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্য কর্তব্য।
  • বিদ্যার মতো চক্ষু আর নেই,সত্যের চেয়ে বড় তপস্যা আর নেই,আসক্তির চেয়ে বড় দুঃখ আর নেই,ত্যাগের চেয়ে সুখ আর কিছুতেই নেই।
  • যে ব্যক্তি বিদ্যার জন্য জীবন উৎসর্গ করেছেন,তিনি মৃত্যুঞ্জয়ী।
  • একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে,একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
  • যারা শিক্ষা লাভ করে এবং তদনুযায়ী কাজ করে,তারাই প্রকৃত বিদ্বান।
  • যে ব্যক্তি বিদ্যান্বেষণে ঘরের বাইরে বের হয়,সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথে থাকে।
  • যে শিক্ষিত ব্যক্তিকে সম্মান করে,সে আমাকে সম্মান করে। – হযরত মুহাম্মদ(সা:)
  • বিদ্যা অর্জন করো;কারণ যে ব্যক্তি আল্লাহর পথে বিদ্যা অর্জন করে সে ধর্মকর্ম করছে। যে ব্যক্তি বিদ্যা আলোচনা করে, সে খোদাতায়ালার প্রশংসা করছে। যে বিদ্যা শিক্ষা দেয়,সে দান করার পুণ্যের অধিকারী হবে। যে জন উপযুক্ত পাত্রে বিদ্যা দান করে,সে আল্লাহর প্রতি ভক্তি প্রদর্শন করে।
  • দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানচর্চায় নিজেকে উৎসর্গ করো।
  • যার দ্বারা মানবতা উপকৃত হয়,মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ।

jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates