"তেতুল খেলে রক্ত পানি হয়ে যায় কিংবা তেতুল মস্তিষ্কের জন্য ক্ষতিকর" আধুনিক ডাক্তারদের মতে এ ধারনা সম্পূর্ণ ভুল।। - jonakiict school

Latest News

"তেতুল খেলে রক্ত পানি হয়ে যায় কিংবা তেতুল মস্তিষ্কের জন্য ক্ষতিকর" আধুনিক ডাক্তারদের মতে এ ধারনা সম্পূর্ণ ভুল।।



জেনে নেই তেতুলের উপকারিতা:
: হৃদরোগের জন্য উপকারী।
: উচ্চ রক্তচাপ নিয়ন্তনে রাখে।
: রক্তে কোলেস্টেরল কমায়।
: শরীরের মেদ কমায়।
: হজমে সহায়তা করে।
: পেটের বায়ু, হাত পা জ্বলায় তেতুলের শরবত অনেক উপকারী।
: তেতুল গাছের বাকল লাগালে ক্ষত সারে।
: বুক ধড়ফর করা, মাথা ঘোরানো রোগে তেতুল উপকারী।
: আমাশয়,কোষ্ঠবদ্ধতা পেট গরমে উপকার করে।
১০: পাকা তেতুল কাশি সারায়।
১১: তেতুল পাতার রস কৃমিনাশক চোখ উঠা সারায়।7
১২: মুখে ঘা হলে তেতুলের পানিতে কুলি করলে উপকার পাওয়া যায়।
১৩: মস্তিষ্কের জন্য উপকারী।
১৪: ক্যান্সারের জন্য উপকারী।
১৫ তেতুলের সাথে রসুন খেলে রক্তের চর্বি কমে।
১৬: তেতুল খিদে বাড়ায় বমি বমি ভাব দূর করে।
১৭: তেতুলের পাতা ম্যালেরিয়া জ্বর সারায়।
১৮: শিশুদের পেটের কৃমি দূর করে।
১৯: বাত জয়েন্টের ব্যথা দূর করে।
___
বিঃদ্রঃ আমাদের পোষ্ট
গুলো যদি আপনার ভাল
লাগে তাহলে অবশ্যয় কমেন্ট
করে জানাবেন। আপনার
যদি লিখতে কষ্ট হয় তাহলে
G or N (G= good, N=nice )
লিখে কমেন্ট করবেন।
তাহলে আর ভাল পোষ্ট
নিয়ে হাজির হব।
Top of Form

jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates